নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যখন গোটা দেশই প্রায় তোলপাড়, তখন ফের একবার তা নিয়ে ভালো কথা বললেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।
/anm-bengali/media/media_files/xJWLYPkh320gBVH1U9Cn.jpg)
এদিন তিনি বলেন, "ওয়াকফ (সংশোধন) আইন ৯০ শতাংশেরও বেশি মুসলমানের জীবনে সুখ বয়ে আনবে। মানুষ ওয়াকফের নামে জমি দখল করে কোটি কোটি টাকা তাদের ঘরে তুলে নিত। এই ধরণের লোকেরাই এখন হতাশ। কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস এবং দেশে তুষ্টির রাজনীতি করে এমন অনেক দল হতাশ এবং তারা কেবল ভোট ব্যাঙ্কের জন্য মুসলমানদের ব্যবহার করতে চায়। তাদের দোকান বন্ধ হয়ে যেতে চলেছে। বিজেপির সংখ্যালঘু শাখা মুসলিমদের মধ্যে গিয়ে মুসলিমদের ওয়াকফ (সংশোধন) আইনের সুবিধা সম্পর্কে জানাবে"।