আজমির শরিফে পাক নাগরিকরা! আটারি সীমান্তে অপেক্ষায় ৮৯ জন

পাকিস্তান থেকে ৮৯ জন তীর্থযাত্রী আটারি সীমান্ত হয়ে আজমির শরিফ দেখতে যাচ্ছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
ajmer sharif officer

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তান থেকে ৮৯ জন তীর্থযাত্রী আটারি সীমান্ত হয়ে আজমির শরিফ দেখতে যাচ্ছেন। প্রটোকল অফিসার অরুণ পাল বলেন, "প্রতি বছরের মতো এবারও এই প্রতিনিধি দল পাকিস্তান থেকে এখানে এসেছে। ভিসা পাওয়া ১০২ জনের মধ্যে ৮৯ জন এখানে এসেছেন। তাঁদের নিরাপত্তার সব ব্যবস্থা করা হয়েছে।"