নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের (Central Government Employees) জন্য ফের একটি বড় সুখবর। জল্পনা শুরু হয়েছে যে, সরকার খুব তাড়াতাড়ি এবার অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কার্যকর করতে পারে। এবার অষ্টম বেতন কমিশনকে সবুজ সংকেত দিচ্ছে মোদী সরকার (Modi Govt)। সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) গঠিত হওয়ার পরে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন অনেকটাই বেড়েছিল (Salary Hike)। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আগেই পেতে পারেন সুখবর এমনটাই অনুমান করা হচ্ছে। এখন কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম স্যালারি প্রতি মাসে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত।