অষ্টম বেতন কমিশনে কত মাইনে বাড়তে পারে? জেনে নিন ফর্মুলা

কি সেই ফর্মুলা?

author-image
Anusmita Bhattacharya
New Update
money (1)n

নিজস্ব সংবাদদাতা:অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিল কেন্দ্র সরকার। এই কমিশন ২০২৬ সালে লাগু হয়ে যেতে পারে। অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন (CPC) লাগুর ফলে এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের লাভ হবে। বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে কেন্দ্রীয় সরকারের কর্মীদের বেতন এবং পেনশন বৃদ্ধি নির্ধারণে বিশেষ সূত্র ব্যবহার করতে পারে। 

একজন গড় শ্রমিকের পুষ্টির চাহিদার ওপর ভিত্তি করে মজুরি গণনা করা হয় এই সূত্রে। একজন শ্রমিকের মৌলিক প্রয়োজনীয়তা যেমন খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের বিষয়টি মাথায় রেখে করা হয় নির্ণয়। কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য ন্যূনতম বেসিক বেতন সপ্তম বেতন কমিশনের অধীনে ৭০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮০০০ টাকা করা হয় এই সূত্র মেনে।