নিজস্ব সংবাদদাতাঃ ফের ভয়াবহ ঘটনা ঘঠল জম্মু ও কাশ্মীরে (J&K)। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। আর এমনই জানিয়েছে পুলিশ।
কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে কাঠুয়া জেলার বানি তহসিলের উপরের অংশে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঠুয়া সদর দফতর থেকে ২৫০ কিলোমিটার দূরে বানি তহসিলের সুরজান গ্রামে একটি বাড়ির ওপর ভূমিধস নামে। আর আচমকা এহেন ভুমি ধসের কবলে পড়ে একি পরিবারের ৫ জনের মৃত্যু ঘটে। পুলিশ জানিয়েছে, "বাড়ির ভিতরে থাকা পরিবারের পাঁচ জন সদস্য মারা গেছেন।" কর্মকর্তারা জানিয়েছেন, সেরায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদিকে ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশকে উদ্ধার অভিযান শুরু করতে সহায়তা করে।
এর আগে কাঠুয়া পুলিশ জেলায় বৃষ্টিপাতের কথা মাথায় রেখে একটি নির্দেশিকা জারি করে। জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকটি জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে।
বুধবার এক আধিকারিক জানিয়েছেন, রামবন জেলার ৪৪ নম্বর জাতীয় সড়কে পাথর ও কাদা ছোড়ার কারণে অবরোধ করা হয়েছে।
ডেপুটি কমিশনার রামবন তার টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন যে প্রাকৃতিক দুর্যোগের কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এরই মাঝে আজ বুধবার জাতীয় সড়ক-৪৪ কিছু জায়গায় কাদা মাটি ও পাথর পড়ে যাওয়ার কারণে অবরুদ্ধ রয়েছে। রাস্তা পরিষ্কারের কাজ শেষ না হওয়া পর্যন্ত জনগণকে ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে রামবনের জেলা প্রশাসকের তরফে।
এদিকে আগামী ২৪ ঘন্টায় জম্মু ও কাশ্মীরে আর্দ্র ও মেঘলা আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়ে দিয়েছে মৌসম ভবন। বুধবার আবহাওয়া অফিস আগামী দু'দিনের জন্য রাজ্যজুড়ে বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্কতা জারি করেছে।
আবহাওয়া দফতরের বিবৃতিতে বলা হয়েছে, "বর্তমানে জম্মু অঞ্চল এবং উপত্যকার অনন্তনাগ, কুলগাম অঞ্চলের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হচ্ছে।" আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, "আগামী ৩-৪ ঘন্টা পর্যন্ত বৃষ্টিপাতের কার্যকলাপ অব্যাহত থাকতে পারে। যদিও পরে জম্মু ও কাশ্মীর বৃষ্টির পরিমাণ হ্রাস পেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে জম্মু অঞ্চলের অনেক জায়গায় এবং কাশ্মীর অঞ্চলের বিক্ষিপ্ত স্থানে মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গী হবে বজ্রপাত। এছাড়াও, এই সপ্তাহে জম্মু অঞ্চলের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।