তিন পৃথক ঘটনায় মৃত ৮

জম্মু ও কাশ্মীরে তিনটি পৃথক ঘটনা, যার জেরে প্রাণ গেল ৮ জনের। জখম একাধিক। তাঁদের চিকিৎসা চলছে। গাড়ি খাদে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। 

author-image
Ritika Das
আপডেট করা হয়েছে
New Update
road2.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: ডোডা এবং রামবানে যে সড়ক দুর্ঘটনা ঘটে, তার জন্য গভীর শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। জম্মু ও কাশ্মীরের পার্বত্য অঞ্চল ডোডা এবং রামবান জেলায় তিনটি পৃথক দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় তিনটি গাড়ি। 

তিনটি পৃথক ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ১৬ জন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনায় শোক প্রকাশ করে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানান, ডোডা এবং রামবানের সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা নিশ্চিত করার জন্য ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।