নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গঙ্গোত্রী জাতীয় মহাসড়কের গাংনানির কাছে একটি বাস খাদে পড়ে ৮ জন যাত্রী নিহত ও ২৭ জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসডিআরএফ কমান্ড্যান্ট মণিকান্ত মিশ্র জানিয়েছেন, গঙ্গোত্রী জাতীয় সড়কে গাংনানি বাস দুর্ঘটনায় ৮ জন যাত্রী মারা গেছেন এবং ২৭ জন যাত্রী আহত হয়েছেন, যার মধ্যে ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
উদ্ধারকারী দলের সদস্য কনস্টেবল কুলদীপ জানিয়েছেন, ইউকে ০৭ পিএ ৮৫৮৫ নামের বাসটি প্রায় ৫০ মিটার গভীরে পড়ে গেছে। গাড়িটিতে প্রায় ৩২-৩৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহত ২৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি অতিরিক্ত মুখ্য সচিব রাধা রাতুরিকে গঙ্গোত্রী মহাসড়কের গাংনানিতে বাস দুর্ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী উত্তরকাশী জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রেমচাঁদ আগরওয়ালকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেছেন।