নিজস্ব সংবাদদাতা: রাখি পূর্ণিমার পরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অতিরিক্ত রান্নার গ্যাসের ভর্তুকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে এই বাড়তি ১০০ টাকা ছাড় প্রযোজ্য উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে৷ এবার আবার এক সুখবর। দারুণ আপডেট সেইসব কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য যাঁরা ডিএ, ডিআর বৃদ্ধির খবরের জন্য অপেক্ষা করছেন৷
১ জুলাই ২০২৩ থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি হওয়ার কথা সঠিক হলে প্রায় সরাসরি প্রভাবিত হবে এক কোটিরও বেশি মানুষ৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার এই বড়সড় সিদ্ধান্ত কার্যকর হতে পারে নবরাত্রির সময় করেই৷ কর্মীদের ডিএ এবং ডিআর ঘোষণা করা হতে পারে এবার৷ অনুমান করা হচ্ছে যে কেন্দ্রের পক্ষ থেকে এই বড় ঘোষণা ১৫ অক্টোবর, ২০২৩-এর পরে যে কোনও দিনেই সামনে আসতে পারে৷ পাঁচ রাজ্যের বিধানসভা ভোট আসন্ন যদি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট জাতীয় নির্বাচন কমিশন প্রকাশের আগেই কেন্দ্রীয় সরকার ঘোষণা না করে দিতে পারে সেক্ষেত্রে চাপ ক্রমেই বেড়ে যাবে৷ প্রতি বছরই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানুয়ারি ও জুলাই মাসে ডিএ সংক্রান্ত ঘোষণা করা হয়ে থাকে সাধারণভাবে৷ এর সুফল এখন পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা৷ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪২ শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছেন৷ এবার যদি ৩ শতাংশ করে ডিএ বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে সেই পরিমাণ হবে ৪৫ শতাংশ৷ তবে এখন আবার কর্মচারী সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ৪৭ শতাংশ করার জন্য৷ এখন সময়ই এর উত্তর দিতে পারবে৷ এর ফলে ডিএ এবং ডিআর বৃদ্ধি পাবে। আর তার সঙ্গে আবার পাবেন এরিয়ার৷