বিপুল হারে বাড়ছে স্যালারি! মোদী সরকারের বড় সিদ্ধান্ত

২০২৪ সালের জানুয়ারি থেকে ডিএ বৃদ্ধির সঙ্গে HRA- বৃদ্ধি করা হতে পারে। এতে বিপুল হারে বাড়তে পারে স্যালারি। মোদী সরকারের বড় সিদ্ধান্ত। তাড়াতাড়ি ক্লিক করুন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
dddd

নিজস্ব সংবাদদাতা: বছর শুরু হচ্ছে কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় একটা খবর দিয়ে। DA বৃদ্ধির বিষয়টি নিশ্চিত হওয়ার পরে এখন বাড়ি ভাড়া ভাতা বা এইচআরএ বৃদ্ধি হতে পারে বলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিএ বৃদ্ধির সঙ্গে HRA- বৃদ্ধি পেতে পারে বলে অনুমান। কেন্দ্রীয় কর্মীদের ৫০ শতাংশ পর্যন্ত মহার্ঘ্য ভাতা বৃদ্ধি পেতে পারে জল্পনা। বর্তমানে এআইসিপিআই সূচক ১৩৯.১ পয়েন্ট। এতে মহার্ঘ ভাতার স্কোর বেড়ে হয় ৪৯.৬৮ শতাংশ। এর অর্থ হল ৫০ শতাংশ হওয়া প্রায় নিশ্চিত। ডিসেম্বর ২০২৩-এর সূচক সংখ্যা এখনও পাওয়া যায়নি। তবে অনুমান করা হচ্ছে যে সব মিলিয়ে ৫০ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধি পেতে পারে। ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্যান্য ভাতা বৃদ্ধির পথও পরিষ্কার হয়ে যাচ্ছে।

মহার্ঘ ভাতা বর্তমানে ৪৬ শতাংশ। তবে, নিয়ম হল যে HRA ৫০ শতাংশে পৌঁছলে তা সংশোধন করতে হবে। যেমনটি ২০২১ সালের জুলাই মাসে করা হয়। সেই সময়ে, এইচআরএতে ৩ শতাংশ সংশোধন করা হয় যখন ডিএ ২৫ শতাংশ অতিক্রম করে। কিন্তু এখন আবার তা ৫০ শতাংশ বাড়তে পারে বলে প্রায় নিশ্চিত। HRA এর পরবর্তী সংশোধন ২০২৪ সালের মার্চ মাসে হতে পারে। ফলে কেন্দ্রীয় কর্মীদের স্যালারি বিপুল পরিমাণে বৃদ্ধি পেতে পারে।

hiring.jpg