চুপিচুপি বড় পদক্ষেপ রাজ্য সরকারের! বাড়বে মাইনে?

এবার সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্য সরকার চুপি চুপি একটা সিদ্ধান্ত নিল। এতে কি লাভ হতে চলেছে সরকারি কর্মীদের? নাকি আদৌ লাভও নয় আবার লোকসানও হচ্ছে না তাদের?

author-image
Anusmita Bhattacharya
New Update
jpg

নিজস্ব সংবাদদাতা: এর আগে গত বছরেই সপ্তম বেতন কমিশনের দাবিতে সরকারের ওপরে চাপ সৃষ্টি করে কর্ণাটকের সরকারি কর্মীরা। নির্বাচনের আবহে তাদের শান্ত রাখতে তখন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই আশ্বাস দেন যে শীঘ্রই রাজ্যে কার্যকর করা হবে সপ্তম বেতন কমিশন। এরপরে কর্ণাটকের নির্বাচনে হেরে যায় বিজেপি। সরকার গঠন করে কংগ্রেস। মুখ্যমন্ত্রী পদে বসেন সিদ্দারামাইয়া। তাঁরই মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর গত মাসে আভাস দেন যে নভেম্বরে কর্ণাটকে কার্যকর হতে পারে সপ্তম বেতন কমিশন।

এই আবহে কর্ণাটকের সরকারি কর্মীরা বেতন বৃদ্ধির জন্য বেশ অপেক্ষা করছেন। এরই মাঝে সপ্তম বেতন কমিশন নিয়ে সেই রাজ্যের সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আদেশ জারি করা হল। দীপাবলির আগে সরকারের এই কাজে অবশ্য সেই রাজ্যের কর্মীরা মোটেও খুশি হচ্ছেন না। তবে এটাও বলা যায় যে এতে আশাও শেষ হচ্ছে না কর্মীদের। এর আগে বিজেপি কর্ণাটকের ক্ষমতায় থাকাকালীন সুধাকর রাওয়ের সভাপতিত্বে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠন করা হয়। এই কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ১৯ নভেম্বর। এছাড়া নভেম্বরে এই কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা। কিন্তু রাজ্য সরকারের সপ্তম বেতন কমিশনের মেয়াদ ফের বৃদ্ধি করা হল। অর্থাৎ, আপাতত এই কমিটি রিপোর্ট জমা দেবে না। তাই সপ্তম বেতন কমিশনও এখন কার্যকর হওয়ার সেরকম কিছু প্রশ্ন উঠছে না। 

জানা গিয়েছে যে কর্ণাটক সরকার এই সপ্তম বেতন কমিশনের মেয়াদ ২০২৪ সালের ১৫ মার্চ পর্যন্ত বাড়ানোর আদেশ জারি করে দিয়েছে। এর আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছিলেন যে রাজ্যের কোষাগারের অবস্থার উপর নির্ভর করে জানানো হবে যে কবে থেকে সেই রাজ্যে কার্যকর করা হবে সপ্তম বেতন কমিশন। এই আবহে মনে করা হচ্ছে যে হয়ত আগামী বছরের লোকসভা ভোটের আগে সেই রাজ্যে কার্যকর করা হয়ে যেতে পারে সপ্তম বেতন কমিশন। এর আগে দুর্গাপুজো চলাকালীন মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় কর্ণাটক রাজ্যে। সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৩.৭৫ শতাংশ বাড়িয়ে দেওয়া হচ্ছে। তবে কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি পায়নি। যদিও সেই রাজ্যে বর্ধিত মহার্ঘ ভাতা হয় ৩৮.৭৫ শতাংশ। এদিকে এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে এই রাজ্যের সরকারের ১১০৯ কোটি টাকা অতিরিক্ত খরচ হচ্ছে বছরে।   

hiring.jpg