অবশেষে বকেয়া ডিএ নিয়ে মিটছে জট?

বকেয়া ডিএ আর দেওয়া হবে কি?

author-image
Anusmita Bhattacharya
New Update
money (1)n

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা কি ১৮ মাসের মহার্ঘ ভাতা পাবেন? এই বকেয়া ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ করছে বিভিন্ন স্টাফ ইউনিয়ন এবং অ্যাসোসিয়েশন। এদিকে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পরে কেন্দ্রে মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার এসেছে ক্ষমতায়। এই আবহে নয়া সরকারের কাছে কোভিডের সময়কালের বকেয়া ডিএ মেটানো নিয়ে প্রস্তাব এল। 

modi29mo

সম্প্রতি বকেয়া ভাতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রস্তাব দেন ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব গোপাল মিশ্র। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে আলোচনা হবে। তবে বকেয়া আদৌ মিটবে কিনা, তা নিয়ে সংশয় আছে। কারণ এর আগে একাধিকবার সংসদেই মোদী ২.০ সরকারের তরফ থেকে জানানো হয় যে বকেয়া ডিএ আর দেওয়া হবে না।