নিজস্ব সংবাদদাতা: রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় নীচু বা মাঝামাঝি পর্যায়ের যে সকল কেন্দ্রীয় সরকারি আধিকারিক আছেন, তাঁদের জন্যে যে আবাস প্রকল্প তৈরি করা হবে, তাতে ৮ থেকে ১৯ শতাংশ পর্যন্ত বরাদ্দ এলাকা বেশি করে দেওয়া হবে। তবে ডেপুটি সচিব, ডিরেক্ট, জয়েন্ট সেক্রেটারি বা সচিব স্তরের কর্মীদের জন্য বরাদ্দ বাসস্থানের এলাকা অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে থাকার জন্য কেন্দ্রীয় সরকারের নীচু বা মাঝারি স্তরের আধিকারিকদের জন্য বরাদ্দ বাড়ি আরও কিছুটা বড় করে দেওয়া হবে। ১১ বছর পর এই বাড়ির জন্য এলাকার বরাদ্দ এলাকা সংশোধন করা হচ্ছে। এই নিয়ে কেন্দ্রীয় সরকার বলছে যে সপ্তম বেতন কমিশন কার্যকর করার পর থেকে সরকারি কর্মীদের অর্থনৈতিক স্বচ্ছলতা বৃদ্ধি পেয়েছে।