নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের কুরলা এসটি বাস ডিপো চত্বরের কাছে খোলা গর্তে পড়ে মৃত্যু হল ৭ বছরের এক ছেলের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, গতকাল বিকেল ৪.১৫ মিনিটে এই ঘটনাটি ঘটে। এই আবহে নেহেরু নগর পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ধারা ১০৬ এর অধীনে অবহেলার মামলা দায়ের করেছে।