ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৭

পুলিশ জানিয়েছে, বাসের চালক ঘুমন্ত অবস্থায় বাসটি চালাচ্ছিলেন এবং যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায়। গুরুতর আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
sw.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের এক ভয়াবহ পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৭ জনের। অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) একটি বিলাসবহুল বাস খাদে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্রেনের সাহায্যে বাসটিকে উদ্ধার করে। বাসটিতে থাকা সাতজনের মর্মান্তিক মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় আরও ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

 

বাসটিতে থাকা যাত্রীরা অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার দর্শিনী পোথিনি সাইতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। কিন্তু কে ভেবেছিল বিয়ের বাড়ির আনন্দ এভাবে শোকে পরিণত হবে। খাকি নাদার কাছে যাওয়ার সময় দুর্ঘটনাক্রমে খাদে পড়ে যায় বাসটি।