প্রধান বিচারপতি পেলেন ৬০০ আইনজীবীর চিঠি, কি ঘটছে সুপ্রিম কোর্টে!

কোন প্রমাণ ছাড়াই তারা বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে থাকে, যা উদ্বেগজনক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cji wants.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ৬০০ জনেরও বেশি আইনজীবী আজ CJI-কে আদালতের মানহানি করার চেষ্টা করা হয়েছে, এই বিষয়ে চিঠি লিখেছেন। যা বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে নজিরবিহীন বিষয়।

supreme mani.jpg

এই বিষয়ে বিজেপি নেতা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট গৌরব ভাটিয়া এদিন বলেন, “কংগ্রেস, AAP এবং অন্যান্যদের মতো বিরোধী দলগুলির সাথে সম্পর্কিত আইনজীবীরা, এই ধরনের বিচার বিভাগের উপর চাপ সৃষ্টি করে এবং কোন প্রমাণ ছাড়াই তারা বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে থাকে, যা উদ্বেগজনক। এই চিঠিটি জনগণের আবেগের চিত্র তুলে ধরেছে। আমি প্রত্যক্ষ করেছি যে রায় তাদের পক্ষে এলে তারা বিচার বিভাগের 'সুনাম' করে এবং রায় তাঁদের বিপক্ষে গেলে তারা বিচার বিভাগের 'বদনাম' করে এবং বিচারকদের 'বেইমান' বলতেও দ্বিধাবোধ করে না। রাহুল গান্ধীর মতো নেতাও বলেছেন যে বিচার বিভাগ এক বা দু'জন লোক দ্বারা পরিচালিত হয়, তাই এই ধরনের বিষয় অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই চিঠিটি একটি ইতিবাচক উদ্যোগ”।

edfer.png

Add 1