নিজস্ব সংবাদদাতাঃ রবিবার এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বিয়াস নদীর জলস্তর বেড়ে যাওয়ায় মান্ডির নাগওয়াইন গ্রামে ছয়জন আটকে পড়েছে। আটকে পড়া মানুষদের উদ্ধারে উদ্ধার অভিযান চলছে।
এক আধিকারিক জানিয়েছেন, রাজ্যে অবিরাম বৃষ্টিপাতের ফলে বিয়াস নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নাগওয়াইনে আটকে পড়া ছয় জনকে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান চলছে।
এর আগে, রবিবার হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় মান্ডির পঞ্চবকত্রা সেতুটি ভেঙে পড়ে, যার ফলে বিভিন্ন অঞ্চলে ভূমিধস এবং আকস্মিক বন্যা দেখা দেয়। মান্ডির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অশ্বিনী কুমার জানিয়েছেন, নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ঐতিহাসিক সেতুটি ভেসে গেছে।
এছাড়া, রবিবার মান্ডি জেলার আউত গ্রাম থেকে বাঞ্জার এবং পান্ডোহ গ্রামের সংযোগকারী সেতুগুলো বিয়াস নদীর স্রোতে ভেসে গেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেন, "ভেসে যাওয়া সেতুগুলো হিমাচলের পরিচয়।"
শিমলার আবহাওয়া দফতর জানিয়েছে, শিমলা, সোলান, কিন্নর, সিরমৌর, কাংড়া, কুল্লু, মান্ডি, বিলাসপুর ও হামিরপুর জেলায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে।