কংগ্রেস জমানা থেকে ৬ গুণ বেড়েছে মোদি জমানায় কর্মসংস্থানের সুযোগ!

'মোদি সরকারের ১০ বছরে – মোট ১২.৫ কোটি কর্মসংস্থান হয়েছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
pm modijkk.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি এদিন বলেন, “স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) চিফ ইকোনমিস্ট একটি রিপোর্ট নিয়ে এসেছেন যা নির্দেশ করে যে গত ১০ বছরে অর্থাৎ মোদি সরকারের ১০ বছরে – মোট ১২.৫ কোটি কর্মসংস্থান হয়েছে। যখনই আপনি এইরকম একটি পরিসংখ্যান নিয়ে আসেন, তখনই যে প্রশ্নগুলি উঠে আসে এবং এই রিপোর্টটি তা কভার করে - কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের বছরগুলিতে মাত্র ২.৯ কোটি কর্মসংস্থান হয়েছিল। ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে তৈরি হয়েছে মাত্র এক কোটি কর্মসংস্থান। আপনি এখন ২০১৪-২০২৪ সালের হিসাব দেখুন তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে”।

 

utta job.jpg

Adddd