ক্রস ভোটিং-এর জের, বিপদের মুখে ৬ কংগ্রেস বিধায়ক

ক্রস ভোটিং নিয়ে সরব হয়েছে বিজেপি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Congressflag.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকাল রাজ্যসভা নির্বাচনে হিমাচল প্রদেশের বিজেপি প্রার্থীকে ভোট দেওয়া ৬ জন কংগ্রেস বিধায়ককে নোটিশ পাঠানো হয়েছে ইতিমধ্যেই। ক্রস ভোটিং নিয়ে সরব হয়েছে বিজেপি। এবার তা পৌঁছালো আদালতের কাঠগড়া পর্যন্ত।

এদিন অ্যাডভোকেট সত্য পাল জৈন বলেন, "স্পিকার দ্বারা তাঁদের নোটিশ দেওয়া হয়েছে।  জানতে চাওয়া হয়েছে যে কেন তাদের বিরোধী দলের অধীনে অযোগ্য ঘোষণা করা হবে না। আমি তাদের পক্ষে হাজির হয়েছি এবং আমরা বলেছি যে আমরা শুধুমাত্র নোটিশ পেয়েছি। পিটিশনের কপি নয়। তাই পিটিশনের একটি কপি আমাদের দেওয়া উচিত এবং তার পরে, আমরা আমাদের অবস্থান উপস্থাপন করব। বিধি ৭ অনুযায়ী, ন্যূনতম ৭ দিন সময় দিতে হবে। আজ আবার বিকাল ৪ টায় রয়েছে এই মামলার শুনানি”।

 

Add 1

স্ব

স