নিজস্ব সংবাদদাতা: নরেন্দ্র মোদী আবার সরকার গঠন করলেই ফের গতি ফিরবে ভারতের শেয়ার বাজারে। কিছু ক্ষেত্র ও স্টকের ওপর ভরসা রাখতে পারেন আপনিও, দাবি করছে আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থা CLSA। ৫৪ টি সংস্থাকে এই তালিকায় চিহ্নিত করেছে এই সংস্থা। অর্ধেকই পিএসইউর শেয়ার। মোদী স্টকগুলির ৯০ শতাংশ অন্যান্য স্টকের ৪২ শতাংশের তুলনায় বাজারের প্রত্যাশার গন্ডি পেরিয়ে গেছে।
/anm-bengali/media/post_attachments/28f2176601e8026b017cb6a01dd4ae5916bf6d8117324b5edad3447ed3b6016c.jpg)
তালিকাত আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভারতী এয়ারটেল লিমিটেড, এনটিপিসি লিমিটেড, এনএইচপিসি লিমিটেড এবং পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, মহানগর গ্যাস, ইন্ডাস টাওয়ারস, অশোক লেল্যান্ড, লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড, এবং আল্ট্রাটেক সিমেন্ট।
/anm-bengali/media/post_attachments/cc2a4dbdbea745d66339507c37a8c64f67d285d287405d0c7510b8b31556b148.webp)