নিজস্ব সংবাদদাতা: উপহার হিসেবে টাকার খাম পেয়েছেন। খুলে দেখলেন একটি ৫০০ টাকার নোট স্টার মার্ক রয়েছে, অন্যটিতে নেই। তাহলে নিশ্চয় ভাবছেন তো যে ওই ৫০০ টাকার নোটটি নকল না আসল? ৫০০ টাকা নিয়ে অনেক বিতর্ক আগে হয়ে গিয়েছে। তাই এমনটা ভাবা স্বাভাবিক। গত জুন মাসে ৫০০ টাকার নোট বাতিল করার পরিকল্পনা নিয়ে প্রশ্নের মুখে পড়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই সময়ে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস স্পষ্ট করে জানিয়ে দেন যে ৫০০ টাকার নোট বাতিল করবে না RBI।
ATM থেকে টাকা তুলতে গেলেই আপনার হাতে আসে ৫০০ টাকার নোট। সেটা আসল না নকল? এই ৫০০ টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করল RBI। ইদানিং, ৫০০ টাকার নোট আসল না নকল সেটা নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। কিছু কিছু নোট নকল ভেবে অনেকেই বাতিল করে দিচ্ছেন আগেভাগেই। এবারে সেই ব্যাপারে RBI নিজেদের সিদ্ধান্ত জানাল। সকলের সংশয় মিটিয়ে RBI জানিয়ে দেয় যে স্টার মার্ক দেওয়া ৫০০ টাকার নোট পুরোপুরি বৈধ। এই নোট কোনওভাবেই নকল নয় বলে বাতিলের কোনও প্রশ্নই নেই। ২০০৬ সাল থেকেই এটিকে বৈধ হিসাবে ঘোষণা করে আরবিআই। তাই এই নোট আর বাতিল করা হবে না বলে জানা গেল।