নিজস্ব সংবাদদাতাঃ বুধবার ভোরে দক্ষিণ কুয়েতের মাঙ্গাফ শহরের এক আবাসিক ভবনে আগুন লাগে। এই ঘটনায় ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আর তার মধ্যে অন্তত পাঁচজন ভারতীয় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, নিহত পাঁচ ভারতীয়র মধ্যে দুজন তামিলনাড়ুর বাসিন্দা। বাকিরা উত্তর ভারতের। তবে, কুয়েত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও ভারতকে কিছু জানানো হয়নি।
সূত্রে খবর, বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ ওই ভবনটিতে আগুন লেগেছিল। ভবনটিতে অধিকাংশই শ্রমিক থাকতেন। কোনও একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। কিছু বাসিন্দা আগুন দেখে আতঙ্কে অ্যাপার্টমেন্ট থেকে নীচে লাফ দিয়ে পড়ে মারা গিয়েছেন। বাকিদের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে অথবা ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে। কুয়েত সরকার জানিয়েছে, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও বেশ কয়েকজন ভিতরে আটকে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। সেই বিষয়ে তদন্ত করা হবে।