অনুষ্ঠিত হতে চলেছে চতুর্থতম গোয়া মেরিটাইম কনক্লেভ

চতুর্থতম গোয়া মেরিটাইম কনক্লেভ অনুষ্ঠিত হতে চলেছে।

author-image
Adrita
New Update
ষ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ GMC-23-এ, ভারতীয় নৌবাহিনীর নৌবাহিনীর প্রধান এডএম আর হরি কুমার বাংলাদেশ, কমোরোস, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া সহ ১২টি ভারত মহাসাগরের উপকূলীয় অঞ্চলের নৌবাহিনীর প্রধান / মেরিটাইম ফোর্সের প্রধান / সিনিয়র প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবেন।

hiring.jpg

মরিশাস, মায়ানমার, সেশেলস, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড প্রভৃতি দেশগুলি অংশ নেবে এই অনুষ্ঠানে। ভারতের প্রতিক্ষামন্ত্রী রাজনাথ সিং সদয়ভাবে প্রধান অতিথি হতে সম্মতি দিয়েছেন এবং তিনি GMC-23-এর মূল বক্তব্য প্রদান করবেন ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে। 

গোয়া মেরিটাইম কনক্লেভ (GMC) -এর 4র্থ সংস্করণ ২৯ থেকে ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত ভারতীয় নৌবাহিনী নেভাল ওয়ার কলেজ, গোয়ার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। GMC-এর এই বছরের সংস্করণের থিম হল ভারত মহাসাগরীয় অঞ্চলে মেরিটাইম সিকিউরিটি: কমন সামুদ্রিক অগ্রাধিকারগুলিকে সহযোগিতামূলক প্রশমন কাঠামোতে রূপান্তর করা। যা সামুদ্রিক নিরাপত্তা অর্জনের দিকে মেরিটাইম ডোমেনে 'সমন্বয় ও সহযোগিতামূলক প্রচেষ্টা'র প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে উদ্ভূত হয়েছে।

 

hiring 2.jpeg