নিজস্ব সংবাদদাতা: অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। অরুণাচল প্রদেশে রাজ্য জুড়ে গেরুয়া ঝড় বইছে। নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, ৬০ টির মধ্যে ৪৬ টি আসনেই জয় পেয়েছে বিজেপি। ফলে অরুণাচল প্রদেশে ফের সরকার গড়ছে বিজেপি।
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিইপি) পেয়েছে ৫ টি আসন। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) ৩ টি আসন পেয়েছে। পিপলস পার্টি অফ অরুণাচল (পিপিএ) ২ টি আসন পেয়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেস ১ টি আসন পেয়েছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা ৩ টি আসনে জয়ী হয়েছেন।