নিজস্ব সংবাদদাতাঃ ১৭ দিন অতিবাহিত, তবে এখনও উত্তরকাশীতে সুড়ঙ্গের মধ্যে আটকে রয়েছে ৪১ জন শ্রমিক। এই প্রসঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভেতরে আটকে পড়া সব শ্রমিকদের নিয়মিত মানসম্মত খাবার পাঠানো হচ্ছে। চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গেও সব কর্মীদের সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ভেতরে আটকে পড়া শ্রমিকদের পরিবারের সঙ্গেও অব্যাহত কথাবার্তা চলছে।
তিনি আরও জানিয়েছিলেন যে এসডিআরএফ দ্বারা প্রতিষ্ঠিত যোগাযোগ সেটআপের পাশাপাশি, বিএসএনএল দ্বারা টেলিফোন যোগাযোগ সেটআপও প্রতিষ্ঠিত হয়েছে।