কেন ৪০০টি আসন দরকার বিজেপির, অসমের মুখ্যমন্ত্রীই জানালেন আসল তথ্য

এবছর বিজেপির ৪০০টি আসন কেন প্রয়োজন, তাঁর ব্যাখ্যা দিলেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
himanta_and_pm_modi-sixteen_nine-ezgif.com-avif-to-jpg-converter (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখন ভোটের প্রচারে এসেছেন ঝাড়খণ্ড। আর সেখান থেকেই এবছর বিজেপির ৪০০টি আসন কেন প্রয়োজন, তাঁর ব্যাখ্যা দিলেন।

এদিন তিনি বলেন, "ভারতের সংবিধান অনুসারে, সমগ্র জম্মু ও কাশ্মীর আমাদের। সমগ্র জম্মু ও কাশ্মীরকে ভারতে নিয়ে আসা আমাদের সাংবিধানিক দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনের জন্য আমাদের ৪০০টি আসন প্রয়োজন৷ দেশে ইউনিফর্ম সিভিল কোড আনা আমাদের সাংবিধানিক দায়িত্ব এবং এর জন্য আমাদের ৪০০ টিরও বেশি আসন প্রয়োজন। ২০৪৭ সালের মধ্যে আমাদের অর্থনীতিকে আমেরিকা এবং চীনের অর্থনীতির উপরে নিয়ে যেতে, আমাদের ৪০০ টিরও বেশি আসন দরকার। ইডি এবং সিবিআইকে শক্তিশালী করতে, আমাদের ৪০০ টিরও বেশি আসন দরকার। আমরা ঝাড়খণ্ডে মোট ১৬টি আসন পেতে চলেছি এই বার। আর এগিয়ে যাচ্ছি নভেম্বরের দিকে, যেখানে ঝাড়খণ্ডে ডাবল ইঞ্জিন সরকার গড়ে উঠবে”।

GFHJBKMN,M

modivaranasi

Add 1