শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রবেশদ্বারে বসল ৪ অতি বিশেষ মূর্তি, আগে থেকে দর্শন করুন

শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রবেশদ্বারে বসল ৪ বিশেষ মূর্তি। যার ভাস্কর্যর বিষয়ে জানলে চমকপ্রদ হবেন আপনিও।

author-image
Aniket
New Update
x

নিজস্ব সংবাদদাতা: চলতি মাসেই উদ্বোধন করা হবে শ্রী রাম জন্মভূমি মন্দির।

c

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে এই মন্দিরের। ফলে বর্তমানে চলছে পূর্ব-প্রস্তুতি পর্ব। 

ax

এবার শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্যুইট করে জানিয়েছেন, শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রবেশদ্বারে হাতি, সিংহ, হনুমান জি ও গরুড়ের মূর্তি স্থাপন করা হয়েছে।

ax

এই মূর্তিগুলি, রাজস্থানের বাঁশি পাহাড়পুর গ্রাম থেকে প্রাপ্ত গোলাপী বেলেপাথর থেকে ভাস্কর্য করা হয়েছে।

hiring 2.jpeg

a