নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের হাথরসে সৎসঙ্গে পদপিষ্ট হয়ে ১২৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাহাবাদ হাইকোর্টে এক জনস্বার্থ মামলা করা হয়েছে।
এমন অবস্থায় সৎসঙ্গের প্রধান নেতা স্বঘোষিত ধর্মগুরু ' ভোলেবাবা ' বেপাত্তা। তার বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ না করা হলেও, পুলিশ ভোলে বাবা এবং অনু্ষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
তারা তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে যে, মৈনপুরীতে ভোলেবাবার ১৩ একর জমির ওপর ৪ কোটি টাকা দামের আশ্রম তৈরি হয়েছে। যেটি ভিতর থেকে বিলাসবহুল সাজ সরঞ্জামে ভরপুর।
পুলিশ তদন্ত করে আরও জানতে পেরেছে যে, এই আশ্রমে রয়েছে একটি বিলাসবহুল ক্যাফিটেরিয়া। গোটা আশ্রমে ২০ টি ঘর রয়েছে। এছাড়াও তার আরও কয়েক কোটির সম্পত্তি আছে।