৪ কোটি টাকার জমি, বিলাসবহুল জীবনধারা 'ভোলেবাবা'র

নতুন সম্পত্তির খোঁজ মিলেছে।

author-image
Adrita
New Update
ড

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের হাথরসে সৎসঙ্গে পদপিষ্ট হয়ে ১২৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাহাবাদ হাইকোর্টে এক জনস্বার্থ মামলা করা হয়েছে। 

Hathras stampede: তাঁকে দেখতে গিয়েই পদপিষ্ট শতাধিক, আইবি-র গোয়েন্দা থেকে  হয়েছেন 'ভোলেবাবা' - Bengali News | Hathras stampede: Who is Bhole Baba,  the preacher who led the congregation ...

এমন অবস্থায় সৎসঙ্গের প্রধান নেতা স্বঘোষিত ধর্মগুরু ' ভোলেবাবা ' বেপাত্তা। তার বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ না করা হলেও, পুলিশ ভোলে বাবা এবং অনু্ষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

जिनके सत्संग में हुई भगदड़ में 100 से अधिक लोग मरे, उन भोले बाबा का घर है  या वाइट हाउस! देखें - hathras stampede bhole baba house or white house -

তারা তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে যে, মৈনপুরীতে ভোলেবাবার ১৩ একর জমির ওপর ৪ কোটি টাকা দামের আশ্রম তৈরি হয়েছে। যেটি ভিতর থেকে বিলাসবহুল সাজ সরঞ্জামে ভরপুর। 

'5-Star' Ashram On Land Worth 4 Crores: Documents Detail Bhole Baba's Wealth

পুলিশ তদন্ত করে আরও জানতে পেরেছে যে, এই আশ্রমে রয়েছে একটি বিলাসবহুল ক্যাফিটেরিয়া। গোটা আশ্রমে ২০ টি ঘর রয়েছে। এছাড়াও তার আরও কয়েক কোটির সম্পত্তি আছে। 

প্রাক্তন পুলিশ কনস্টেবল নাকি জেলখাটা আসামী? কে এই ভোলেবাবা? প্রকৃত পরিচয়  কী হাতরাসের বিশ্বহরির? - Samay Kolkata

Adddd