নিজস্ব সংবাদদাতা: সংসদের নিরাপত্তা লঙ্ঘন ঘটনায় আরও বেশ কিছু নতুন ধারায় মামলা রুজু হল এবার। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধারা 120-বি (অপরাধী ষড়যন্ত্র), 452 (অনুপ্রবেশ), 153 ধারা (দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে উস্কানিমূলক আচরণ), 186 (সরকারি কর্মচারীকে সরকারী কার্য সম্পাদনে বাধা দেওয়া), 353 (আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ) এর অধীনে মামলা রুজু হয়েছে। অভিযুক্ত ৪ জনের ক্ষেত্রেই এই ধারা প্রয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ৪ জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ।