৩৯ মিটার পর্যন্ত পৌঁছানো গেছে, বাকি এখনও খানিকটা, তারপরেই…

কিছু সময়ের মধ্যেই আটকা পড়া শ্রমিকদের কাছে পৌঁছে যাবে উদ্ধারকারী দল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
tunnel accident .jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরকাশী টানেল অভিযানে বিরাট সাফল্য পেলেন উদ্ধারকারী দলের আধিকারিকরা। আর কিছু সময়ের মধ্যেই আটকা পড়া শ্রমিকদের কাছে পৌঁছে যাবে উদ্ধারকারী দল। অন্তত এমন আশায় প্রকাশ করছেন কারিগরি, সড়ক ও পরিবহণ দফতরের অতিরিক্ত সচিব মাহমুদ আহমেদ।

এদিন তিনি বলেন, “একটি অতিরিক্ত ৮০০ এমএম-এর পাইপও টানেলের ২১ মিটার ভিতরে ঢোকানো সম্ভব হয়েছে। দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ এই কাজটি করা সম্ভব হয়। এখনও পর্যন্ত ৩৯ মিটার পর্যন্ত পাইপ প্রবেশ করানো গিয়েছে। তবে এখনও আরও ৩টি পাইপ লাইন পুশ করতে হবে ওই খানে। অন্তত যতক্ষণ না আমরা টানেলের ভিতরে ৪৫-৫০ মিটার গভীরে পৌঁছাব, আমরা সঠিক তথ্য দিতে সক্ষম হব না। অন্যদিকে, বারাকূট থেকেও আমরা প্রবেশ করতে শুরু করেছি। ওই দিক থেকেও প্রায় ৮ মিটার প্রবেশ করেছি”।

 

hiren