আহির সম্প্রদায়ের ৩৭০০০ জন মহিলার মহা রাস পরিবেশন

অখিল ভারতীয় যাদব সমাজ এবং অহিরানী মহিলা মন্ডল রাস অনুষ্ঠানের আয়োজন করছে।

author-image
Adrita
New Update
গ

নিজস্ব সংবাদদাতাঃ দ্বারকায় আহির সম্প্রদায়ের ৩৭০০০ জন মহিলা মহা রাস পরিবেশন করেন। সূত্র মারফত জানা গিয়েছে যে, বানাসুরের কন্যা ও শ্রী কৃষ্ণের পুত্রবধূ ঊষার রাসের স্মরণে এই মহা রাসের আয়োজন করা হয়েছে। ২৩ এবং ২৪ ডিসেম্বর দুদিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে প্রায় দেড় লাখ আহির যাদব সম্প্রদায়ের মানুষ উপস্থিত থাকবেন। এছাড়াও, জানা গিয়েছে যে, অংশগ্রহণকারীদের সবাইকে উপহার হিসাবে গীতা বই দেওয়া হবে।

hiren

hiring.jpg