মকর সংক্রান্তিতে পাপ মুক্ত হলেন ৩.৫ কোটি ভক্ত!

তারপর সারা দিনে সেই সংখ্যা কোটির ঘর ছাপিয়ে যায়।  

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
maha_kumbh

File Picture

নিজস্ব সংবাদদাতা: ১২ বছর পর চলছে মহাকুম্ভ মেলা। শুরু হয়েছে সোমবার থেকেই। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের তীরে শুরু হয়েছে এই বিশাল আধ্যাত্মিক মেলা, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার প্রায় ১.৭৫ কোটি ভক্ত সঙ্গমে ডুব দিয়েছিলেন এবং মঙ্গলবার বিকেল পর্যন্ত আরও ১.৩৮ কোটি ভক্ত পবিত্র স্নান সেরেছেন। সরকারী অনুমান অনুযায়ী, প্রায় সাড়ে ৩ কোটি ভক্ত মকর সংক্রান্তিতে সঙ্গমে পবিত্র ডুব দিয়েছেন। সম্প্রতি এই তথ্য দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এই প্রসঙ্গে বলতে গিয়ে যোগী আদিত্যনাথ এদিন বলেন, “বিশ্বাস, সাম্য ও ঐক্যের মহান সঙ্গম 'মহাকুম্ভ-২০২৫, প্রয়াগরাজ'-এ পবিত্র 'মকর সংক্রান্তির' শুভ দিন উপলক্ষে পবিত্র সঙ্গমে বিশ্বাসের পবিত্র স্নান সারেন সকল শ্রদ্ধেয় সাধু, কল্পবাসী এবং ভক্তরা। তাঁদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা! আজ প্রথম অমৃতস্নান উৎসবে পূজিত ৩.৫০ কোটিরও বেশি সাধু/ভক্তরা নিরবচ্ছিন্ন-পরিচ্ছন্ন ত্রিবেণীতে স্নানের পবিত্র সুবিধা লাভ করেন”।

এর সাথেই যোগী বলেন, “প্রথম অমৃতস্নান উৎসবের সফল সমাপ্তিতে, সনাতন ধর্ম ভিত্তিক সমস্ত শ্রদ্ধেয় আখড়া, মহা কুম্ভমেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, স্যানিটেশন কর্মী, স্বেচ্ছাসেবী সংস্থা ও ধর্মীয় প্রতিষ্ঠান, নৌকার মাঝি এবং সমস্ত বিভাগকে আন্তরিক ধন্যবাদ। মহা কুম্ভের সঙ্গে যুক্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকার এবং রাজ্যবাসীকে অভিনন্দন! ভাল কাজের ফল ভাল হোক, আসুন মহা কুম্ভে যাই”।

Makar Sankranti

'হর হর মহাদেব', 'জয় শ্রী রাম' এবং 'জয় গঙ্গা মাইয়া' স্লোগানের মধ্যে, অনেক ভক্তকে দলে দলে বিভিন্ন ঘাটের দিকে যেতে দেখা যায় গতকাল। অনেককে দেখা যায় তাঁদের সন্তানদের কাঁধে নিয়ে ডুব দিতে, আবার কাউকে তাদের বৃদ্ধ পিতামাতাকে সহায়তা করতে দেখা যায়। ত্রিবেণী সঙ্গমের ঠান্ডা জলে প্রায় ভোর রাত ৩ টায় 'ব্রহ্ম মহরত'-এ অমৃতস্নান শুরু হয়। ঠান্ডা জলকে অবজ্ঞা করেই পবিত্র ডুব দেন নাগা সাধুরা, সন্ন্যাসীরা এবং আপামোড় ভক্তবৃন্দ। দলে দলে সমবেত হয়ে মকর স্নান সারেন প্রায় লক্ষাধিক ভক্ত। তারপর সারা দিনে সেই সংখ্যা কোটির ঘর ছাপিয়ে যায়।  

Mahakumbh-2025-11-min-scaled