নিজস্ব সংবাদদাতাঃ সোমবার গভীর রাতে মধ্যপ্রদেশের মন্দসৌর থেকে রাজস্থানের প্রতাপগড়গামী একটি বাস উল্টে গেলে অন্তত ৩৩ জন যাত্রী আহত হয়েছেন।
আহতদের প্রথমে একটি ট্রাকে এবং পরে অ্যাম্বুলেন্সে করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, বাসটি জাখর ট্রাভেলসের এবং মন্দসৌর থেকে প্রতাপগড়ের দিকে যাচ্ছিল। পুলিশ জানায়, দ্রুতগতির বাসটি হাথুনিয়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর বাসের ভেতর হইচই শুরু হলে স্থানীয়রা ছুটে এসে বাসের জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করে। খবর পেয়ে হাথুনিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার ঋষিকেশ মীনা এবং প্রশাসনিক আধিকারিকরাও জেলা হাসপাতালে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। বর্তমানে জেলা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন এএসপি মীনা। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা না গেলেও প্রাথমিকভাবে টায়ার ফেটে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।