ক্ষতিগ্রস্ত ৩০১টি রাস্তা, ব্যাহত যাতায়াত ব্যবস্থা

প্রবল বৃষ্টিতে ধস নেমেছে হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায়। ফলে ভেঙেছে বহু রাস্তা। সেই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। PWD মন্ত্রী জানিয়েছেন, ৩০১টি রাস্তা ক্ষতিগ্রস্ত। সেগুলি মেরামতের কাজ শুরু হয়েছে। 

author-image
Ritika Das
New Update
himachal (2).jpg

ফাইল চিত্র 

 নিজস্ব সংবাদদাতা: ভারী বর্ষণের ফলে হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় নেমেছে ধস। ভেঙে গিয়েছে পাহাড়ি রাস্তা। শুরু হয়েছে রাস্তা পুনরুদ্ধারের কাজ। এদিকে বৃষ্টির মাত্রা এতটুকু কমেনি। আগামী কিছু দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হিমাচলে জারি হয়েছে হলুদ সতর্কতা। 

হিমাচল প্রদেশের PWD মন্ত্রী বিক্রমাদিত্য সিং জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তাঁরা সব রকম পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত। তিনি জানান, ভারী বৃষ্টির জেরে রাজ্যজুড়ে মোট ৩০১টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই রাস্তাগুলি মেরামত করার জন্য ৭০টি মেশিন মেশিন কাজে লাগানো হচ্ছে। কাজ চলছে দ্রুত গতিতে। 

সোমবার সন্ধের মধ্যে ১৮০টি রাস্তা সারানো হবে বলে জানান মন্ত্রী। বাকি রাস্তাগুলিও মঙ্গলবারের মধ্যে সারানো হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। প্রায় ৩৫০টি ঝুঁকিপূর্ণ এলাকা, যেখানে ভূমিধসের সম্ভাবনা বেশি, সেখানে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, "এই প্রতিকূল পরিবেশে আমি সাধারণ মানুষকে তাদের বাড়ির বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করছি।"