নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর আবারও শিরোনামে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)। জানা গিয়েছে, আজ সোমবার বিজয়ওয়াড়ার পণ্ডিত নেহেরু বাস স্ট্যান্ডে অপেক্ষারত যাত্রীদের একটি বাসের ধাক্কায় (Bus Accident) তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হন। রাষ্ট্রীয় মালিকানাধীন অন্ধ্রপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন নিগমের (এপিএসআরটিসি) বাসটি প্ল্যাটফর্মের উপর উঠে যাত্রীদের ধাক্কা মারে বলে অভিযোগ। নিহতদের মধ্যে বাসের কন্ডাক্টর, একজন মহিলা ও এক ছেলে রয়েছে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।