জঙ্গি হামলায় মৃত ৩, সেনার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার দাবি বিধায়কের

বিক্ষোভের আগুন যেন নিভতেই চাইছে না মণিপুরে (Manipur)। হিংসা, লুটপাট, মানুষের প্রাণহানি এখনও অব্যাহত রয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে। জানা গিয়েছে, এবার মণিপুরের বিষ্ণুপুর জেলায় নতুন করে সহিংসতায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
mani dead.jpg

 

 

নিজস্ব সংবাদদাতাঃ হিংসার আগুন নিভছেই না মণিপুরে (Manipur)। মাইতেই সম্প্রদায়ের তিনজনের মৃত্যু হয়েছে মণিপুরের বিষ্ণুপুরে। এদিকে এই ঘটনার জেরে নিরাপত্তা ব্যবস্থাকেই কাঠগড়ায় তুললেন মণিপুরের বিজেপি বিধায়ক রাজকুমার ইমো সিং। তিনি শনিবার দাবি করেছেন যে বিষ্ণুপুর জেলায় জঙ্গি হামলায় ব্যাপক নিরাপত্তা ত্রুটি ছিল। এছাড়া "দায়িত্বে অবহেলার" জন্য আধাসামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। শনিবার ভোরে কোয়াক্তা লামখাই গ্রামে সন্দেহভাজন জঙ্গিদের নির্বিচারে গুলি বর্ষণে এক বৃদ্ধ ও তার ছেলে সহ তিনজন নিহত ও কয়েকজন আহত হন। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের জামাই তথা বিজেপি বিধায়ক প্রশ্ন তুলে বলেন, ‘বিপুল সংখ্যক আধাসামরিক বাহিনীর উপস্থিতি সত্ত্বেও অন্যান্য জেলা থেকে জঙ্গিরা গ্রামে এসে তিনজনকে নৃশংসভাবে হত্যা করে। গ্রামে কর্তব্যরত তথাকথিত আধাসামরিক বাহিনীকে সাসপেন্ড করা দরকার। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়মিত চিঠি এবং স্মারকলিপি লিখছি যে কিছু নিরাপত্তা বাহিনী জনগণ এবং রাজ্যের মধ্যে অশান্তির সৃষ্টি করছে।‘