লোকসভা নির্বাচনের ৩ দিন আগে ধামাকা, মোদীর বিরুদ্ধে তাবড় নেতাকে প্রার্থী করা হল- এবার ঘুরবে খেলা!

কে হলেন মোদীর বিরুদ্ধে প্রার্থী?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
e

File Picture

নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচন শুরুর আগে আর ৩ দিন বাকি। এইবারও ফের বারাণসী থেকে লড়াই করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসীতে তার জয় একতরফা হবে বলেই মনে করা হচ্ছে। তবে এবার লোকসভা নির্বাচনের ঠিক আগে ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিএসপি। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নিজেদের তাবড় নেতাকে নামিয়েছে বিএসপি। বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন আতহার জামাল লরি। তিনি ভোট ভাগাভাগিতে খেলা ঘোরাতে সক্ষম হতে পারেন বলে মনে করছেন মায়াবতীর দলের নেতৃত্বরা।

d

এছাড়াও মইনপুরী লোকসভা আসনের প্রার্থীর পরিবর্তন করেছে বিএসপি। মইনপুরী লোকসভার টিকিট পরিবর্তন করে শিবপ্রসাদ যাদবকে দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনে বিরোধীদের ধুয়েমুছে সাফ করে দেওয়ার ক্ষেত্রে আশাবাদী বিজেপি। এনডিএ দল ৪০০ পার করবে বলে মনে করছে বিজেপি। এছাড়াও বিজেপি একাই ৩৭০ টি আসনে জয়ের লক্ষ্য নিয়েছে। তবে বিরোধীরা মনে করছে, মানুষের মোদীর ওপর আর ভরসা রাখছে না। মোদীর হার এখন সময়ের অপেক্ষা বলে মনে করছে বিরোধীরা। এখন দেখার মোদীর বিরুদ্ধে আতহার জামাল লরি কি খেলা দেখান? নাকি মানুষ মোদীর দিকে একতরফা সায় দেন।

Add 1

 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ..  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ,. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .