ভয়াবহ, ভারত… ট্রেনে আগুন! জানুন ট্রেন দুর্ঘটনার আপডেট

উত্তরপ্রদেশে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
darbhanga

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লি থেকে দ্বারভাঙ্গা যাওয়ার পথে আগুন লেগে গেল ০২৫৭০ দিল্লি-দ্বারভাঙ্গা সুপারফাস্ট এক্সপ্রেসে। বুধবার অর্থাৎ আজ সন্ধ্যায় উত্তরপ্রদেশের ইটাওয়াতে এই ভয়াবহ ঘটনা ঘটে। সূত্রে খবর, প্রথমে একটি বগির তলায় আগুন লেগেছিল। মুহর্তের মধ্যে সেখান থেকে পরপর তিনটি বগিতে আগুন ছড়িয়ে যায়। বেশ কয়েকজন যাত্রী গুরুতর জখম হয়েছেন। তাঁদের নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রেনে আগুন লাগার সঙ্গে সঙ্গে, বেশ কয়েকজন যাত্রী লাফ দিয়ে ট্রেন থেকে নেমে পড়েন। সূত্রে খবর, ট্রেনটিতে ধারণ ক্ষমতার থেকে অনেক বেশি যাত্রী ছিলেন। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। ঘটনাস্থলে পৌঁছেছেন ভারতীয় রেল বিভাগের বেশ কয়েকজন কর্তাও।

ট্রেনে আগুন লাগা প্রসঙ্গে ইটাওয়ার এসএসপি সঞ্জয় কুমার বলেন, "ট্রেনের তিনটি বগিতে আগুন লেগেছে। বর্তমান রিপোর্ট অনুযায়ী, আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যাত্রীদের জন্য ব্যবস্থা করা হচ্ছে যাতে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। আহতদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। শর্ট সার্কিট থেকে আগুন লাগার কারণ বলা হচ্ছে, তবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।" 

এনসিআর-এর সিপিআরও হিমাংশু শেখর উপাধ্যায় বলেন, "আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ যখন ট্রেন নম্বর ০২৫৭০ নয়াদিল্লি-দ্বারভাঙ্গা ক্লোন স্পেশাল উত্তরপ্রদেশের সরাই ভোপাট রেলস্টেশন অতিক্রম করছিল, তখন স্টেশনের কর্মীরা এবং ট্রেনগার্ড এস ১ কোচ থেকে ধোঁয়া বের হতে দেখেন। ট্রেন থামিয়ে যাত্রীদের বের করে আনা হয়। ক্ষতিগ্রস্ত কোচটি সরানো হয়েছে এবং কানপুর রেলওয়ে স্টেশনে একটি অতিরিক্ত কোচ যুক্ত করা হবে। ট্রেনটি শীঘ্রই ছেড়ে যাবে।"

hire