নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় বিষাক্ত মদ পানে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে এবং ৬০ জনেরও বেশি হাসপাতালে ভর্তি হয়েছেন। মিথানল মেশানো বেআইনি মদ বিক্রির অভিযোগে মদ সরবরাহকারী কান্নুকুট্টি ও তার ভাই দামোধরনকে গ্রেফতার করেছে পুলিশ।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং বলেছেন যে এই দুর্ঘটনা রোধ করতে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, "কাল্লাকুরিচিতে ভেজাল মদ খেয়ে মানুষের মৃত্যুর খবর শুনে আমি হতবাক ও দুঃখিত হয়েছি। এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে। যেসব কর্মকর্তা এটি প্রতিরোধে ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।"