নিজস্ব সংবাদদাতাঃ আবারও ঘন কুয়াশার জেরে মাশুল গুণতে হল সাধারণ রেল যাত্রীদের। রেলের তরফে এমন এক তথ্য দেওয়া হয়েছে যা শুনে সকলের মাথাতেই একপ্রকার বাজ ভেঙে পড়েছে। রেলের তরফে জানানো হয়েছে, উত্তরাঞ্চলে কুয়াশাসহ বিভিন্ন কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিগামী ২৬টি ট্রেন দেরিতে (Train Late) চলছে।