নিজস্ব সংবাদদাতা: আচমকা সুনামি। আর তাতেই ছন্নছাড়া হয়ে গেল গোটা ভারত। আজ থেকে ১৯ বছর আগে ২৬ ডিসেম্বর দেশে আছড়ে পড়েছিল ভয়ানক এক সুনামি। ভারত মহাসাগরে জলের তলায় ভূমিকম্পে সেই কম্পনের মাত্রা ছিল ৯.১। মৃত্যু হয় ২ লক্ষের বেশি মানুষের। এমন দিনে টি তিরুভাল্লুর জেলেরা তাদের পরিবারের যাদের বিপর্যয়ে হারিয়েছিল তাদের কাছে শ্রদ্ধা জানায় পাজাভেরকাদু সৈকতে।