নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে লোকসভা নির্বাচনের মাত্র একদিন আগে বুধবার অর্থাৎ আজ নির্বাচনী প্রার্থীদের লক্ষ্য করে দুটি পৃথক বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয়েছেন।
জানা গিয়েছে, বেলুচিস্তানের পিশিনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের বাইরে প্রথম বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়।
পিশিনের খানোজাই এলাকায় স্বতন্ত্র প্রার্থী আসফান্দ ইয়ার খান কাকারের রাজনৈতিক কার্যালয়ের বাইরে এই বিস্ফোরণ ঘটে। কাকার এনএ-২৬৫ আসন এবং বেলুচিস্তান বিধানসভা আসন পিবি-৪৭ এবং পিবি -৪৮ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সূত্রে খবর, আহতদের খানোজাইয়ের তহসিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং মৃতদেহও স্থানান্তর করা হয়েছে। আহতদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।