নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার রেল যাত্রীদের মাথায় হাত। ফের একবার দেরীতে চলছে একের পর এক ট্রেন। জানা গিয়েছে, ৩১ জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিগামী (Train Late) ২৩টি ট্রেন দেরীতে চলছে। পুরী-নিউ দিল্লি এক্সপ্রেস ৬:৩০ ঘণ্টা, কাটিহার-অমৃতসর এক্সপ্রেস ৪:১০ ঘণ্টা, হাওড়া-কালকা এক্সপ্রেস ৬:৩০ ঘণ্টা সহ আরও বহু ট্রেন দেরীতে চলছে।