'চিকিৎসকেরা কাজে যোগ দেননি, এর জন্যে মারা গেছেন ২৩ জন': কপিল সিব্বল

এমন ভাবেই রাজ্য সরকারকে একহাত নেন সলিসিটর জেনারেল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
supreme court hearing

File Picture

নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টে শুরু হয়েছে আরজি কর মামলার শুনানি। শুনানির শুরুতেই মামলার স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সেই রিপোর্টই পড়ে দেখছেন প্রধান বিচারপতি সহ ৩ বিচারপতি। আবার অন্যদিকে এদিন প্রথমেই রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল বলেন, ‘সুপ্রিম কোর্ট জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করতে বললেও তারা তা করেনি। আর জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে রাজ্যে এখনও পর্যন্ত বিনা চিকিৎসায় প্রাণ হারিয়েছেন ২৩ জন’। এরপরই সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানান, ‘রাজ্য সরকার যে রিপোর্ট আদালতে পেশ করেছে, সেই রিপোর্ট আমাদের হাতে আসেনি। সেই রিপোর্ট আমাদেরকেও দেওয়া হোক। এমনিতেও অনেক কিছু বিষয়ই রাজ্য লুকিয়েছে’। এদিন এমন ভাবেই রাজ্য সরকারকে একহাত নেন সলিসিটর জেনারেল।

kapil sibalsw.jpg
File Picture
hthyui
File Picture

Adddd