নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ ভাট জানিয়েছেন যে, গতকাল সন্ধ্যায় জাখানি চেকপোস্টে শ্রীনগর থেকে জম্মু গামী একটি ট্রাক আটক করা হয়। ট্রাকটি থেকে 210 কেজি আফিম উদ্ধার করা হয়েছে। পুলিশ এই ঘটনার পর ট্রাক চালককে গ্রেপ্তার করেছে। উদ্ধার হওয়া আফিমের পরিমাণ অনেক বড় হওয়ায় পুলিশ এই অভিযানকে একটি বড় সাফল্য হিসেবে দেখছে। তদন্ত চলছে এবং আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।