করমণ্ডল দুর্ঘটনার বিভীষিকা! ২১টি ট্রেন বাতিল

বালেশ্বর দুর্ঘটনার পর মানুষের মনে ট্রেনযাত্রা নিয়ে মৃত্যুভয় কাজ করছে। কিন্তু জীবন তো থেমে থাকে না। তাই আবার পুরনো ছন্দে ফিরতে চাইছে রেল। তবে এত তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে কি?

author-image
Anusmita Bhattacharya
New Update
cor3

করমণ্ডল দুর্ঘটনা

নিজস্ব সংবাদদাতা: করমণ্ডল দুর্ঘটনার বিভীষিকা কাটিয়ে আপাতত লাইন মেরামতির পর বালেশ্বর রুট দিয়ে ট্রেন চলছে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে। কিন্তু এখনও সম্পূর্ণরূপে স্বাভাবিক হয়নি দক্ষিণ-পূর্ব রেলের চলাচল। আজ দিনভর ওই লাইন দিয়ে যাতায়াত করা ২১টি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে আপ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস, আপ ও ডাউন ফলকনুমা এক্সপ্রেস, শালিমার-চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস, হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস ইত্যাদি। 

এদিকে আজ সকালেই হাওড়ায় ঢুকেছে ডাউন হাওড়া-পুরী এক্সপ্রেস। আতঙ্কে ছিলেন ট্রেনযাত্রীরা। ঠাকুরের নাম জপ করছিলেন সবাই ওই মুহূর্তে। বলা যায় ওই রাতের ছবি চারিদিকে ছড়িয়ে পড়ার পর থেকে মানসিক অবস্থা যা সেখানে এই যাত্রীদেরও গোটা ট্রেনযাত্রাই কেটেছে আতঙ্কে।