নিজস্ব সংবাদদাতা: 'ক্লিন নোট পলিসি'র আওতায় নতুন করে ২০০০ টাকার নোট ছাপানোর প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। শুক্রবার সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে এই খবর. সাধারণ মানুষের মনে প্রশ্ন, দুই হাজার টাকার নোট এখনও কি বৈধ নাকি বাতিলের খাতায়? জানা গিয়েছে, ২০০০ টাকার নোট বৈধ টেন্ডার স্ট্যাটাস বজায় রাখবে। সাধারণ মানুষ লেনদেনের জন্য ২০০০ টাকার ব্যাংক নোট ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে এ-ও জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর বা তার আগে এই নোটগুলি ব্যবহার করা বা জমা করে দেওয়া ভালো।