নিজস্ব সংবাদদাতা: বাজার থেকে ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে ২০০০ টাকার নোট। গত মে মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দেয় যে, ২০০০ টাকার নোট আর ছাপা হবে না। তবে ছাপা বন্ধ হয়ে গেলেও এখনও বাজার থেকে সম্পূর্ণ বাতিল হয়ে যায়নি এই নোট। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্কে গিয়ে ২০০০ টাকার নোট বদল করা যাবে।
আরবিআই-এর এই পদক্ষেপের ফলে এসবিআই মনে করছে যে, এই ২০০০ টাকার নোট তুলে নেওয়ার ফলে টাকা লেনদেনের বিষয়গুলি আরও সহজ ও স্বাভাবিক হয়ে হবে। কিন্তু কিভাবে? এসবিআই-এর যুক্তি, এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষের মধ্যে খরচ ও আমানতের প্রবণতা বৃদ্ধি পাবে।
আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন যে, বাজারে যত ২০০০ টাকার নোট আছে, তার মধ্যে প্রায় ৫০ শতাংশ নোট এরই মধ্যে জমা পড়ে গিয়েছে। এর মধ্যে প্রায় ৮৫ শতাংশ নোট ব্যাঙ্কে জমা পড়েছে।
২০১৬ সালের নভেম্বরে ভারতে হয়েছিল ২০০০ টাকার নোটের প্রচলন। সেই বছর ৮ নভেম্বর নোটবন্দী হয়। সেই সময় বাতিল হয়ে যায় ৫০০ ও ১০০০ টাকার নোট। ভারতের জনগণ পেয়েছিল ৫০০ ও ২০০০ টাকার নতুন নোট।