২০ বছরের দগদগে ঘা, আজও মোছেনি সেই ধ্বংসলীলার স্মৃতি!

তাঁদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি প্রজ্জ্বলন করা হয় এদিন। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
tsunamiindia

File Picture

নিজস্ব সংবাদদাতা: দেখতে দেখতে পেরিয়ে গেল ২০টা বছর। কিন্তু ধূসর সেই স্মৃতি ভোলেনি কেউ। এই আজকের দিনেই ঘটেছিল সেই ভয়ঙ্কর ঘটনা। প্রকৃতি রুষ্ট হলে যে কোনও কিছুই আর হাতের নাগালে থাকেনা, তা ২০০৪ এর সুনামি বুঝিয়ে দিয়েছিল। চেন্নাইতে আজ সেই উপলক্ষ্যেই ২০তম সুনামি স্মৃতি দিবস পালন করল সাধারণ মানুষ। যারা যারা নিজেদের আপনজনদের হারিয়েছে সেই সময়, তাঁদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি প্রজ্জ্বলন করা হয় এদিন। 

Earthquake

২০০৪ সালে ২৬ ডিসেম্বর, ইন্দোনেশিয়ার উপকূলে ভূমিকম্পের কারণে সুনামি হয়। এর প্রভাবে সুনামি বিভিন্ন দেশের উপকূলীয় এলাকা ধ্বংস করে দেয়। তামিলনাড়ুতে, চেন্নাই থেকে কন্যাকুমারী পর্যন্ত পূর্ব উপকূলীয় অঞ্চলগুলি বেশিরভাগই সুনামি দ্বারা প্রভাবিত হয় সেই সময়, এই ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছিল।

tsunami