সীমান্তে লাগাতার উস্কানি, গ্রেফতার ২ রোহিঙ্গা

বাঙ্কার রহস্যের মধ্যেই এবার টুঙ্গি সীমান্তে রোহিঙ্গা গ্রেফতার। বেআইনি অনুপ্রবেশের পর হায়দ্রাবাদের গা ঢাকা দেয় ওই দুজন রোহিঙ্গা। ইতিমধ্যেই তাঁদের গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশে ফেরার চেষ্টা সময় পাকড়াও।

author-image
Jaita Chowdhury
New Update
Bangladeshi Arrested

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বাঙ্কার রহস্যের মধ্যেই এবার টুঙ্গি সীমান্তে রোহিঙ্গা গ্রেফতার। সূত্রের খবর, মায়ানমার থেকে বাংলাদেশের (Bangladesh) কক্সবাজার হয়ে ভারতে অনুপ্রবেশ। বেআইনি অনুপ্রবেশের পর হায়দ্রাবাদের গা ঢাকা দেয় ওই দুজন রোহিঙ্গা। ইতিমধ্যেই তাঁদের গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশে ফেরার চেষ্টা সময় পাকড়াও।