নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, বুধবার অর্থাৎ আজ সন্ধ্যায় চাতরায় পুলিশ ও নকশালদের মধ্যে সংঘর্ষে দুই পুলিশ কর্মী প্রাণ হারিয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। আহত জওয়ানকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছে। তল্লাশি চলছে।
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/6GWBIjP4vrbY3ngX3JQE.jpeg)
/anm-bengali/media/media_files/ZJ2Ffsimrt3aCXQOdRCj.jpeg)